জি আর এর তালিকা
অধিবেশন নং ০২।
সভার স্থান ঃ মাদ্রাসা ভবন।
তারিখঃ ০৮/০৯/২০১৪
সময়ঃ সকাল ১০ টা
আলোচ্য বিষয়ঃ ১। গত সভার কার্য্য বিবরণী পাঠ ও অনুমোদন।
২। ২০১৪-২০১৫ অর্থ বছরে জি. আর উত্তোলন কমিটি গঠন প্রসঙ্গে ।
অধ্য ০৮/০৯/২০১৪ ইং তারিখে সাতানি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এর সভা মাদ্রাসা ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কামাইরকান্দি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এর মোঃ বোরহান উদ্দিন। সভার শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।সভার প্রারম্ভে গত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। উপস্থিত কারো কোন আপত্তি না থাকায় সভায় তা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয।
আলোচ্য সূচী ঃ ২। ২০১৪-২০১৫ অর্থ বছরে জি. আর উত্তোলন কমিটি গঠন প্রসঙ্গে । ঃ আলোচ্য সূচী অনুযায়ী সভাপতি সাহেব জানান যে, ২০১৪-২০১৫ অর্থ বছরে (জি.আর) কর্মসূচী এর ” আওতায় আমাদের মাদ্রাসায় ০১.০০০(এক) মেট্রিন টন চাউল/গম বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দ দ্বারা কাজ করানোর জন্য প্রকল্প প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করতে হবে। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর মাননীয় জনাব মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের সুপারিশকৃত নি¤œ উল্লেখিত প্রকল্প সমূহ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি অনুমোদিত হয়।
প্রকল্পের নামঃ
০১। সাতানি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এর আহার=১.০০০মেঃটঃ।
কামাইরকান্দি এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং এর আহার প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ
ক্রমিক নাম ও ঠিকানা পরিচয় স্বাক্ষর ও মোবাইল নম্বর
০১ মোঃ বোরহান উদ্দিন
পিতা-মৃত আহাম্মদ হোসেন সভাপতি
০২ মোঃ সফিকুর রহমান
পিতা-মৃত মুকবিল হোসেন
সাধারণ সম্পাদক
০৩ মোঃ শাহাদাত হোসেন
পিতা-নুরুল ইসলাম সদস্য
০৪ মোঃ মজিবুর রহমান
পিতা-মৃত ছৈয়দ আলী
সদস্য
০৫ মোঃ আক্তার হোসেন
পিতা-আঃ মজিদ
সদস্য
সভায় আর কোন আলোচ্য সূচী না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS